রাশিয়ায় স্কুলে বন্দুক হামলা, নিহত ১৭

নিউজ ডেস্ক : রাশিয়ার একটি স্কুলে বন্দুকধারীর হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও কয়েকজন। সোমবার ইজজেভস্ক শহরে একটি উচ্চ মাধ্যমিক স্কুলে এই ঘটনা ঘটে। নিহতদের মধ্যে অন্তত সাতজন শিক্ষার্থী রয়েছেন।

 

কর্তৃপক্ষ জানায়, ক্লাস শুরুর কিছুক্ষণ পরই ওই হামলা চালানো হয়। দুটি আগ্নেয়াস্ত্র থেকে টানা গুলি করতে থাকে হামলাকারী। দ্রুত শিক্ষার্থীদের স্কুল চত্ত্বর থেকে বের করে নেয়া হয়। এরপরই সেখানে অভিযান শুরু করে রুশ পুলিশ বাহিনীর স্পেশাল ফোর্স।

 

হামলকারী আত্মহত্যা করেছে বলেও জানায় কর্তৃপক্ষ। হতাহতদের হাসপাতালে নেয়া হয়েছে চিকিৎসার জন্য। নিহতদের পরিচয় এখন প্রকাশ করা হয়নি। হামলার উদ্দেশ্য কিংবা হামলকারীর পরিচয় সম্পর্কে এখনও তদন্ত চলছে বলে জানিয়েছে রুশ নিরাপত্তা বাহিনী।

Related Post:
রাশিয়ার সাথে বাণিজ্যে দেশীয় মুদ্রায় পরিবর্তন করতে চলেছে ভারত
নাইজারের সংঘাতপূর্ণ পশ্চিমাঞ্চলে ২৫ বেসামরিক নাগরিক নিহত
সিরিয়ার লাটাকিয়া বন্দরে ইসরাইলী বিমান হামলা
ইউক্রেনে হামলা হলে রাশিয়ার ওপর নজিরবিহীন অবরোধের হুমকি বাইডেনের