নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশন বা আরসিবিসির জোগসাজশ ছিল বলে রায় দিয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সুপ্রিমকোর্ট। গত ১৩ জানুয়ারি আরসিবিসিসহ ৬ অভিযুক্তের দায়ের করা মোশন টু ডিসমিস আবেদন খারিজ করে এ রায় দিয়েছেন আদালত।
গত বছর বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি যাওয়া অর্থের একটি বড় অংশ উদ্ধারে নিউইয়র্কের আদালতে দায়ের করা মামলায় বাংলাদেশ ব্যাংক হেরে গেছে। মামলাটি খারিজ করে দেয়া হয়েছে বলে ফিলিপিন্সের সংবাদ মাধ্যম ডেইলি ইনকোয়ারে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, পর্যাপ্ত এখতিয়ারের অভাবে মামলাটি খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্কে রাখা বাংলাদেশ ব্যাংকের এ্যাকাউন্ট থেকে সরিয়ে নেয়া হয় আট কোটি দশ লাখ ডলার। এর মধ্যে ছয় কোটি চৌষট্টি লাখ ডলার উদ্ধারের জন্য ২০২০ সালে মামলা করে কেন্দ্রীয় ব্যাংক।
রিজার্ভ চুরির পর বাংলাদেশে ফেরত আনা হয় এক কোটি পঞ্চাশ লাখ ডলার। ২০১৬ সালের ফেব্রুয়ারিতে সুইফট সিস্টেমে ভুয়া বার্তা পাঠিয়ে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্ক থেকে সরিয়ে নেয়া হয় বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি যাওয়া এ অর্থ পাঠানো হয় ফিলিপাইনের রিজাল ব্যাংকে। পরে ওই অর্থ স্থানীয় মুদ্রা পেসোতে বদলে চলে যায় ক্যাসিনোতে।
এবার এ রায়ের ফলে চুরি হওয়া ১০ কোটি ১০ লাখ ডলারের বেশি ফিরিয়ে আনতে মামলার কার্যক্রম চলতে আর কোন বাধা থাকলো না বলে জানিয়েছে বিএফআইইউ।
Related Post:
টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য ইউরোপীয় ইউনিয়নের সহায়তা চেয়েছে বাংলাদেশ
রিজার্ভ চুরি: নিউইয়র্কে বাংলাদেশের মামলা খারিজ
৩১ হাজার কোটি টাকার চোরাই বিটকয়েন উদ্ধার যুক্তরাষ্ট্রে
গরীবের রক্ত চুষছে ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠান: হাইকোর্ট