নিউজ ডেস্ক : ক্যাশলেস মতিঝিল বা কাগুজে টাকা ছাড়া বেচাকেনার ঘোষণার মধ্য দিয়ে শুরু হলো স্মার্ট বাংলাদেশ গড়ার প্রক্রিয়া। সকালে মতিঝিলে কমপক্ষে ১২শ’ ক্ষুদ্র ব্যবসায়ীকে কার্ড বা মোবাইল অ্যাপসে পেমেন্টের আওতায় এনে এ কার্যক্রম শুরু হয়।
প্রাথমিকভাবে এ সুবিধা চালু করেছে ১০টি বেসরকারি ব্যাংক, তিনটি এটিএম কার্ড সেবা প্রতিষ্ঠান ও একটি মোবাইল ব্যাংকিং কোম্পানি। প্রথমদিন তেমন কেউ এ সুবিধা ব্যবহার না করলেও ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠবে বলে মনে করেন ক্রেতা-বিক্রেতারা।
বাংলাদেশ ব্যাংক বলছে, এতে অ্যাকাউন্টের মাধ্যমে সব লেনদেন হবে বিক্রেতাদের। যা কাজে লাগিয়ে পরবর্তীতে সহজে মিলবে ব্যাংক ঋণের সুবিধা। এপর্যন্ত মতিঝিল এলাকায় ছোট বড় বারো শত প্রতিষ্ঠানকে কিউআর কোড সরবরাহ করা হয়েছে। পর্যায়ক্রমে এটা বাড়তে থাকবে।