ডলারের একক দর বেঁধে দিচ্ছে বাংলাদেশ ব্যাংক

রেমিট্যান্স প্রবাহ

নিউজ ডেস্ক : রোববারের মধ্যে ডলারের একক রেট নির্ধারণ করবে ব্যাংক নির্বাহীদের দু’টি সংগঠন এবিবি এবং বাফেদা। বাংলাদেশ ব্যাংকের সাথে এবিবি ও বাফেদার যৌথ বৈঠকে এ সিদ্ধান্ত হয়। ব্যাংকারদের নির্ধারিত পর্যালোচনা করে আন্ত:ব্যাংক বিনিময় মূল্য নির্ধারণ করবে বাংলাদেশ ব্যাংক।

 

নির্ধারিত রেটেই ডলার কেনা-বেচা করতে হবে সব ব্যাংককে। অন্যদিকে, আগামী রবিবার খোলা বাজারে ডলারের বিনিময় হার নির্ধারন করে দেয়া হবে। আমদানী বৃদ্ধি পাওয়ায় ডলারের বাজার অস্থিতিশীল রয়েছে বলে মনে করছেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। তবে আমাদের পর্যাপ্ত পরিমানে ডলার রিজার্ভ রয়েছে বলেও তিনি জানান।