ইন্ডিয়া গেটে বসানো হবে নেতাজির মূর্তি

bankbima.xyz

 

নিউজ ডেস্কঃ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ ঘোষণা করেছেন যে, ভারতের স্বাধীনতা সংগ্রামের অবিসংবাদিত নেতা নেতাজি সুভাষ চন্দ্র বসুর প্রতি ভারতের কৃতজ্ঞতার প্রতীক হিসেবে তাঁর একটি বিশাল মূর্তি ইন্ডিয়া গেটে স্থাপন করা হবে।

 

২৩ জানুয়ারি নেতাজির ১২৫তম জন্মশতবর্ষ উদযাপনের প্রাক্কালে মোদি এই ঘোষণা দেন। টুইটার বার্তায় মোদি বলেন, মহান নেতার মূর্তিটি তৈরী সম্পূর্ণ হলে তিনি আগামী ২৩ জানুয়ারি নেতাজির জন্মবার্ষিকীতে তাঁর মূর্তিটি উন্মোচন করবেন।

 

প্রধানমন্ত্রী টুইটারে আরো বলেন, “সমগ্র জাতি যখন নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকী উদযাপন করছে, আমি সে সময়ে আনন্দের সাথে জানাচ্ছি যে, গ্রানাইট দিয়ে তৈরি তাঁর বিশাল মূর্তিটি ইন্ডিয়া গেটে স্থাপন করা হবে।”