গ্রাহকের তথ্য হ্যাকারদের জানিয়ে দিতেন স্বয়ং ব্যাংক কর্মকর্তাই !

bankbima.net

 

নিউজ ডেস্কঃ ক্রেডিট কার্ডের গোপন তথ্য প্রতারকদের কাছে তুলে দিতেন ব্যাংকের এক কর্মকর্তা। সোশ্যাল ইসলামী ব্যাংক-এসআইবিএল-এর শতশত গ্রাহকের তথ্য ফাঁসকারী ক্রেডিট কার্ড শাখার সহকারী অফিসার কাবুল হাসান রশিদ।

 

কাবুলের কাছ থেকে তথ্য নিয়ে প্রতারণার জাল বিছাতো হ্যাকাররা। হ্যাকারদের কাছে গ্রাহকের কার্ড নাম্বার, গ্রাহকের নাম, ঠিকানা, সিভিসি/সিভিভি সহ সকল তথ্য সরবরাহ করতো কাবুল। কাবুলকে আটকের পর তার কাছ থেকে পাওয়া গেছে প্রায় তিনশত গ্রাহকের তথ্য।

 

কাবুলের সহযোগীসহ সবাই ফরিদপুরের মধুখালীর বাসিন্দা। এনিয়ে বেশ কয়েকটি মামলার পর চক্রটিকে গ্রেফতার করেছে ঢাকার গোয়েন্দা পুলিশ। স্যোসাল ইসলামী ব্যাংকের এরূপ অরক্ষিত ডাটাবেজের কারনে ব্যাংকের গ্রাহকদের মধ্যে তাদের আমানত নিয়ে দেখা দিয়েছে উৎকন্ঠা।

 

তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, কোনোভাবেই পিন, ওটিপি এবং সম্পূর্ন কার্ড নাম্বার কারো সাথে শেয়ার করা যাবে না। এতে করে গ্রাহকের নিরাপত্তা ভেঙ্গে যাবে। প্রতারকরা গ্র্রাহকের কাছ থেকে ওটিপি নিয়ে নিচ্ছে ব্যাংকের যোগাযোগ নাম্বার ক্লোন করে। এ ব্যাপারে সবাইকে সজাগ থাকার পরামর্শ তাদের।

 

bankbima.xyz